রাখীবন্ধন
শাশ্বত ভট্টাচার্য
রাখী সেই সম্পর্ক যা ধর্মের মিলন ঘটায়
ধনী নির্ধন বিভেদ ঘুচায়।
ভাই বোনের এই কাঁচা সুতোয় গাঁথা হয়
রূপকথার গল্প।
ফিরে আসে সেই সুদিনের গন্ধ
যেখানে ছিলনা কোনো তার ,ছিলনা হাহাকার।
ভারত মাতার সন্তানেরা পড়েছিল বাঁধা
এই সুতোয় বোনা হলো এক অমলিন গল্পগাঁথা।
যেথায় কবি দেখেছিলেন এক দিবাস্বপ্ন
স্পষ্টতা কে পরিস্ফুট করুক এই সুতো
যা হারিয়ে যাচ্ছে সময়ের জাতাকলে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন